Dynamics Career - বাংলাদেশে ক্যারিয়ার, চাকরি ও শিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য

পরীক্ষা: পদার্থবিজ্ঞান ২য় পত্র- ১ম অধ্যায় -পরীক্ষা- ০৯

প্রশ্ন 1.

 গ্যাসের জন্য  এর মান কত?  

[চ. বো. '২৩]
প্রশ্ন 2.

 বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে? (সীসার আপেক্ষিক তাপ  ) 

[ম. বো. '২৩]
প্রশ্ন 3.

 স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন  থেকে প্রসারিত হয়ে  হলো। বহিঃস্থ কাজের পরিমাণ কত? 

 

 [ঢা. বো. '২২]
প্রশ্ন 4.

এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে  এর মান কত?

[য. বো. '২২]
প্রশ্ন 5.

কোনো ব্যবস্থা পরিবেশ থেকে 50 জুল তাপশক্তি শোষণ করে এবং পরিবেশের উপর 20 জুল কাজ সম্পাদন করে। এতে ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?

                                                              

 

[কু. বো. '২২]
প্রশ্ন 6.

ত্রিপরমাণুক গাসের জন্য  এর মান- 

 

প্রশ্ন 7.

রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার সম্পর্ক হলো-                      ​​​​​​​

 

[চ. বো. '২১; ম. বো. '২১]   
প্রশ্ন 8.

রুদ্ধতাপীয়1atm চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমোষ্ণ প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কতগুণ প্রসারিত করতে হবে?

     [চ.বো. ২১;ম.বো. ২১]
প্রশ্ন 9.

রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল?

   [ব.বো. ' ২৫]
প্রশ্ন 10.

. একটি বায়ুভর্তি টায়ার হঠাৎ ফেটে গেলে এই প্রক্রিয়াটিতে-

i কাজ সম্পন্ন হয়েছে

  1. অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে

  2. এনট্রপির পরিবর্তন হয়েছে

    নিচের কোনটি সঠিক? ​​​​​​​

[ব. বো. '২৪]
প্রশ্ন 11.

স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায় এর-

  1. তাপমাত্রা বেড়ে যাবে

  2. বহিঃস্থ কাজ সম্পন্ন হবে

  3. আয়তন বেড়ে যাবে

    নিচের কোনটি সঠিক? ​​​​​​​

[দি. বো. '২৩]
প্রশ্ন 12.

রূদ্ধতাপীয় প্রক্রিয়ায়-

  i.Entropy অপরিবর্তিত থাকে

 ii.তাপের আদান-প্রদান ঘটে না

 iii.তাপমাত্রার পরিবর্তন ঘটে না

নিচের কোনটি সঠিক?                           

 

প্রশ্ন 13.

সমোচ্চ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো-

i.এ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে

  1. এ প্রক্রিয়ায় dQ=-dW

  2. এ প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান-প্রদান হয়।

    নিচের কোনটি সঠিক?

   [চ. বো. '২২]
প্রশ্ন 14.

ধীরে ধীরে চাপ বৃদ্ধি করায় কোনো সিস্টেমের চাপ 2Pa হতে 4 Pa হলো। এক্ষেত্রে সমআয়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 200 J বৃদ্ধি পেলো। সিস্টেমের-

i সরবরাহকৃত তাপ 200 J

  1. কৃতকাজ শূন্য

  2. তাপমাত্রা বৃদ্ধি পাবে

    নিচের কোনটি সঠিক?

    ক. খ. গ. ঘ.

প্রশ্ন 15.

সমোচ্চ প্রক্রিয়ার ক্ষেত্রে-

 

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন 16.

তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-

  1. সমোফ্ প্রক্রিয়ায় du=0

  2. রুদ্ধতাপীয় প্রক্রিয়া dW=-dU

  3. সম আয়তন প্রক্রিয়ায় dQ=dU

    নিচের কোনটি সঠিক?

  [ব. বো. '২২]
প্রশ্ন 17.

গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে?

প্রশ্ন 18.

সিস্টেমে তাপশক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ কত হবে?

প্রশ্ন 19.

পানিকে পরিবেশের তুলনায় আরও ঠান্ডা করতে বহিঃস্থ শক্তির প্রয়োজন। নিচের কোন সূত্র এ ঘটনার সাথে সম্পর্কিত? ​​​​​​​

[চা. বো. '২৫]
প্রশ্ন 20.

কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ ম্ভব নয়।"- বিবৃতিটি প্রদান করেন কোন বিজ্ঞানী? ​​​​​​​

[সি. বো. '২৩; দি. বো. '২১]
প্রশ্ন 21.

তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি?

 

[রা. বো. '২৫; য. বো. '২১]
প্রশ্ন 22.

তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলো-

  1. dw=Tds-du

  2. du=Tds-pdv

  3. dw=Tds-CvdT

    নিচের কোনটি সঠিক?

[ব. বো. '২২]
প্রশ্ন 23.

দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফনে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে?

[চ. বো. '২১; দি. বো. '১৭; ম. বো. '২৫, '২১]
প্রশ্ন 24.

প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে-

​​​​​​​

[দি. বো. '২২]
প্রশ্ন 25.

প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি- 

প্রশ্ন 26.

প্রত্যাবর্তী প্রক্রিয়া-

  1. একটি ধীর প্রক্রিয়া

  2. একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

  3. তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে

    নিচের কোনটি সঠিক?

প্রশ্ন 27.

অপ্রত্যাবর্তী প্রক্রিয়া-

  1. একটি দ্রুত প্রক্রিয়া

  2. একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

  3. সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না

    নিচের কোনটি সঠিক?

প্রশ্ন 28.

কার্নোর চক্রের ৩য় ধাপে সিস্টেমের এন্ট্রপির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ​​​​​​​

[সি. বো. '২৫]
প্রশ্ন 29.

কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে তাপ-

​​​​​​

[রা. বো. '২৪; চ. বো. '২৪]
প্রশ্ন 30.

কার্নোচক্রের চতুর্থ ধাপে নিচের কোনটি স্থির থাকে?

 

[ব. বো. '২৪]
মোট প্রশ্ন: 30
Exam System